আগামী ৮ ফেব্র“য়ারি রাজধানীতে শুরু হচ্ছে এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) দু’দিনব্যাপী সম্মেলন।রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৮ ফেব্র“য়ারি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই দু’দিনব্যাপী এই মৈত্রী আঞ্চলিক বাণিজ্য ফোরাম সম্মেলনের উদ্বোধন করবেন বলে ধারণা করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
স্বচ্ছতা, স্থিতিশিলতা এবং টেকসই উন্নয়নে ব্যবসা বাণিজ্যের ভূমিকা ও প্রয়োজনীয়তার বিষয়ে আঞ্চলিক সরকারি-বেসরকারি পযার্য়ে আলোচনার জন্য এটি একটি উত্তম প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়।আইসিসিবি, এশিয়া বিষয়ক ইউনাইটেড ন্যাশন ইকোনমিক এন্ড সোসিয়াল কমিশনের যৌথ উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্টপোশকতায় ঢাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ বছরে ফোরামের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, টেকসই উন্নয়ন অজর্নে আঞ্চলিক অখন্ডতা।সম্মেলনে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভূটান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, ইউএনইসকেপ, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ইউনাইটেড ন্যাশন কনফারেন্স এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন সংস্থা এতে যোগ দেবে।
এপিবিএফ দুযোর্গ ঝুকি হ্রাসে স্বচ্ছতা : বাণিজ্যের ভূমিকা এবং জলবায়ু পরিবর্তন : নতুন জ¦ালানি বাস্তবতা : স্বচ্ছতা গঠন এবং কার্বন নিঃসরণ হ্রাস এবং আঞ্চলিক অখন্ডতার জন্য বাণিজ্য ও পরিবহন সুবিধার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে অধিবেশন অনুষ্ঠানের পাশাপাশি এসডিজির সফল বাস্তবায়নের জন্য বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়েও বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।৫৩টি সদস্য রাষ্ট্র, ৯টি সহযোগি সদস্য, ইসকেপ সচিবালয়, ইসকেপ বিজনেস এডভাইজারি কাউন্সিল (ইবিএসি) এবং সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক এর সমন্বয়ে এপিবিএফ গঠিত। ২০০৪ সালে সাংহাইতে এই ফোরাম গঠিত হয়। এপিবিএফ ব্যাংকক, কলম্বো, জাকার্তা, কুয়ালালামপুর এবং কুমিং এর মতো বিভিন্ন স্থানে বাণিজ্য বৃদ্ধিতে প্যান-এশিয়া মাল্টি- স্টেকহোল্ডার নেটওয়াক গঠনে সহায়ক ভূমিকা রাখছে।