নতুন নির্বাচন কমিশন (ইসি) বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে দলটির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপির একটি সূত্র জানায়, ‘আজ দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। নতুন নির্বাচন কমিশন বিষয়ে আগামী কাল যে দলের অবস্থান জানাবে বিএনপি, সে বিষয়ে আজকের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
সূত্র আরও জানায়, আগামীকাল রাত সাড়ে আটটায় একই বিষয়ে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন চেয়ারপারসন খালেদা জিয়া।