রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার একটি বেলুন কারখানায় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আনিস, বয়স ৪০ বছর এবং অপজনের নাম জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদউদ্দিন জানান, রোববার দুপুরে যাত্রাবাড়ীর শেখদিবটতলা গুটিবাড়ি এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদউদ্দিন বলেন, হতাহত সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। ঢাকায় তারা গ্যাস বেলুন বিক্রি করত। আজ দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে।তিনি জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।

যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত ও আহতের পরিচয় জানা যায়নি।একই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল জানান, সেমি পাকা একতলা ঘরে চার পাঁচজন একসঙ্গে বসবাস করে গ্যাস বেলুন বিক্রির কাজ করতেন। রোববার বিকট আওয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের এক পাশের দেয়াল ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়।নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।