বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আমাদের বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর কার্যক্রম’ শীর্ষক এক বক্তৃতামালা’র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মূল বিষয়ে বক্তৃতা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর মহাপরিচালক অধ্যাপক জীন্নাত ইমতিয়াজ আলী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে একাডেমি’র সকল কর্মকর্তা কর্মচারীসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনাব ইমতিয়াজ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলা ভাষাকে সারাবিশ্বে ছড়িয়ে দেবার। বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সেই লক্ষে নিরলসভাবে কাজ করে চলেছে, তারই বিভিন্ন দিক তিনি তুলে ধরেন তাঁর বক্তৃতায়। তিনি আরও বলেন আমাদের বাংলা ভাষা বর্তমানে বিশ্বের ৪র্থ স্থানে অবস্থান করছে। বিশ্বের এই বৃহৎ জনগোষ্ঠীর মুখের ভাষা ‘বাংলা’ কে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় তার বিভিন্ন দিক নিয়ে গবেষণাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন এই ইন্সটিটিউট। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ১৯৯৭ সালের দিকে পল্টনে এক জনসভায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট স্থাপনের ঘোষণা দেন। কিন্তু পরিতাপের বিষয়, পরবর্তী সরকারের আমলে ইন্সটিটিউট স্থাপনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা পূনরায় সরকার গঠন করার পর ২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা আইন পাস করান। এর ফলশ্রুতিতে ২০১১ সালে এর কার্যক্রম পুরোদমে শুরু হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক বলেন ‘বিশ্বের সব ভাষা রক্ষা করবে বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে আমরা বিশ্বের সকল ভাষাকে সম্মান জানাতে চাই এবং যারা নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছে এবং এখনো সংগ্রাম করে চলেছে। তিনি আরো বলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পের সকল শাখার কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাতৃভাষা সম্পর্কিত নানাবিধ কার্যক্রম এর পরিকল্পনা গ্রহণ করেছে যাতে এর মাধ্যমে বিশেষ করে আমাদের শিশু ও তরুণদের মধ্যে দেশাত্ববোধ ও নিজের মাতৃভাষার প্রতি প্রগাঢ় ভালবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রহ হয়।