দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কর্তৃক বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে গ্রান্ড পিয়ানো হস্তান্তর উপলক্ষে আজ ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এম.পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বক্তব্য প্রদান করেন Mr. Ki-Hak Sung, Chairman & Chief Executive officer at Youngone Corporation, H.E Mr. Ahn Seong Doo, Ambasador, Republic of Korea এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আক্তারী মমতাজ।
উদ্বোধনী আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ধন ধান্য পুষ্পভরা গানের কথায় সমবেত বাদন-শিল্পী তিমির নন্দী ও যন্ত্রসংগীত শিল্পী দল, একক বাদন-সিরাজুস সালেকীন, আনন্দলোকে মঙ্গলালোকে গানের কথায় সমবেত সংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরী শিশু দল এবং একক বাদন ও সংগীত পরিবেশন করেন H.E Mr. Ahn Seong Doo, Ambasador, Republic of Korea.