পাবনায় যুবদল ও ছাত্র দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে শহরের দোয়েল চত্বর-নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দলীয় সুত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদের বেলা সাড়ে ১১ টার দিকে পাবনা জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদল ও যুবদলের একটি যৌথ মিছিল বের হয়। মিছিলটি শহরের দোয়েল চত্বরে আসার পর পুলিশের সাথে দলীয় নেতা কর্মীদের বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মিছিল থেকে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানো হতে পারে এমন সংবাদ পাওয়ায় পুলিশ মিছিলে বাধা দেয়। বাধা উপক্ষো করে মিছিল করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ মিছিলে মৃদ্যু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। ওসি জানান, এ সময় মিছিল থেকে হাবিবুল ইসলাম, আবীদ হাসান, নাজমুল সাকিব, শাহীন, মিজানুর রহমান, আব্দুল মান্নান, সিরাজুল ইসলামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ হবে।