গাজীপুরে পিক-আপ চাপায় আহত ব্যাক্তিকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিবার আনসারের এক কমান্ডারসহ ওই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো- বরগুনা সদর থানার হেউলিগুনিয়া এলাকার জয়নুদ্দিনের ছেলে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর হোসেন (৪০) এবং জামালপুর জেলার মেলান্দহ থানার খরবুনিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে বিসিক’র কর্মচারী হুমাইয়ুন কবির (৪৫)। নিহত জাহাঙ্গীর আশুলিয়ার কবিরপুর এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার ষ্টেশনে কর্মরত ছিল।
গাজীপুরের সালনা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের কবিরপুর এলাকায় রবিবার সকালে বাস থেকে নেমে হুমাইয়ুন কবিরপুর এলাকায় সড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বাসের সঙ্গে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এঘটনা দেখে ওই বাসের যাত্রী জাহাঙ্গীর গাড়ি থেকে নেমে আহত হুমাইয়ুনকে উদ্ধার করার সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা অপর একটি ট্রাক জাহাঙ্গীর ও হুমাইয়ুনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দু’জনই নিহত হয়। খবর পেয়ে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।