ক্রিকেট ইতিহাসের ৩৬তম ও প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫০ উইকেটের মালিক হয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৩০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সাকিবের আগে এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র ৩৫ জন। অর্থাৎ, বিশ্বক্রিকেটের বিবেচনায় সাকিব এখন ইতিহাসের ৩৬তম সেরা বোলার। সাকিবের উপরে থাকা ৩৫ জন বোলারের বেশীরভাগই ইতিমধ্যে অবসর নিয়েছেন ক্রিকেট থেকে।

হ্যাগলি ওভারে দ্বিতীয় দিন শেষ সেশনে সাকিব পরপর দুই ওভারে দলকে ম্যাচে ফেরান। এজন্য তিনি নেন মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্রান্ডহোমের উইকেট। নিজের পঞ্চম ওভারে প্রথম উইকেট পান সাকিব। এরপর তার ৪৫০তম শিকার হন ওয়াটলিং। একই ওভারে ডি গ্রান্ডহোমকে সাজঘরে পাঠান। প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৩২ রান দিয়ে নিলেন তিন উইকেট।

২০১৬ সালের ২০ জানুয়ারি সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪০০তম উইকেট নেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি এ বাঁহাতি। টেস্টে ১৬৪ উইকেট, ওয়ানডেতে ২২০ ও ৬৭ উইকেট নিয়েছেন টি-টোয়েন্টিতে। সব মিলিয়ে সাকিবের দখলে ৪৫১ উইকেট। ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমদিন ৭৮ বলে ৫৯ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে যোগ দেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওই কৃতিত্ব দেখান তিনি। শনিবার টেস্টের দ্বিতীয় দিন যোগ করলেন আরেকটি অর্জন। ৯ হাজার রান ও ৪০০’র বেশি উইকেট নেওয়া প্রথম বাংলাদেশী অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান।