গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচনের তারিখ আগামী ২২ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগ দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের সহকারী সচিব রাজীব আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করেছে ইসি।প্রাথমিকভাবে ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে কমিশন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশন বিদায়ের আগে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, নারায়ণগঞ্জের পর আর কোনো নির্বাচন তারা করতে চাইছে না। কিন্তু গাইবান্ধা-১ আসন ও টাঙ্গাইল-৪ আসনে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন নির্বাচন আয়োজন করতে বাধা নেই।নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে ইসিতে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদসহ আটজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও ৪০ জনকে আটক করা হয়েছে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।