যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মিজানুর রহমান রাসেল (২৮) নামে এক বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। রাসেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাসেলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘স্টুডেন্ট ভিসায় আড়াই বছর আগে আমার ছেলে আমেরিকা গিয়েছিল। সেখানে লস অ্যাঞ্জেলেসের একটি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতো। পাশাপাশি ভারমন্ট স্টিট অ্যান্ড লস-ফেলিজে শেভরন গ্যাস স্টেশনে চাকরি করতো। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে।যুক্তরাষ্ট্রে কর্মরত কয়েকজন বাংলাদেশি রাসেলে পরিবারের সদস্যদের মুঠোফোনে জানিয়েছেন, সন্ত্রাসীদের গুলিতে রাসেলের মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রেখেছে। বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে রাসেলের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে।