মাছ নয়, গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে জেলেদের জালে ধরা পড়লো বিলাসবহুল একটি প্রাডো জীপ। বৃহস্পতিবার বিকেলে নদী থেকে ওই গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে স্থানীয় বাদল সরকারের মাছের একটি ঘের রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ঘের এর ভিতরে মাছ ধরার সময় ভারী বস্তু জালে আটকে যায়। জালটি টেনে উঠাতে না পেরে পানিতে নেমে নদীর তলদেশে একটি গাড়ির অস্তিত্ব পায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে এলাকার লোকজনের সহযোগিতায় পানির নিচ থেকে গাড়িটি তীরে উঠিয়ে আনে। তবে গাড়ী থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি। উদ্ধারকৃত সিলভার রংয়ের টয়োটা প্রাডো এ জীপ গাড়িটির নম্বর প্লেটে ঢাকা মেট্রো-ঘ-১১-২০২৯ লেখা রয়েছে। ধারনা করা হচ্ছে, গাড়িটি চুরি বা ছিনতাই করে দুর্বৃত্তরা ওই বাজারের পাশে মাছের ঘের এর ঝোপের মাঝে অন্ততঃ মাসখানেক আগে নদীতে ডুবিয়ে লুকিয়ে রাখে। গাড়িটির চাকাসহ বেশ কিছু অংশ কাদায় দেবে ছিল। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।