নাইজেরিয়ার উত্তর-পূর্বে একটি উদ্বাস্তু শিবিরে বিমান হামলায় কমপক্ষে ৫২ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান থেকে মঙ্গলবার ভুলবশত: এ হামলা চালানো হয়।রানে এ হামলায় নিহতদের মধ্যে অনেক ত্রাণ কর্মী রয়েছে। এদিকে রেডক্রস জানিয়েছে বিমান হামলায় নিহতদের মধ্যে তাদের ছয় কর্মী রয়েছে।এমএসএফ ত্রাণ সংস্থা জানায়, এ বিমান হামলায় ৫০ জনের বেশী লোক নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছে। আহতদের চিকিৎসা সেবাদানের আহবান জানানো হয়েছে।প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং সকলকে শান্ত থাকার আহবান জানান। উল্লেখ্য, বুহারির সামরিক বাহিনী বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

ক্যামেরুন সীমান্তের কাছে এ বিমান হামলা চালানো হয়। সেখানে সামরিক বাহিনী বোকো হারামের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অভিযানের ঘোষণা দিয়েছে।উল্লেখ্য, নাইজেরিয়ার সামরিক বাহিনী এই প্রথমবারের মতো এ ধরনের ভুল বিমান হামলা চালানোর কথা স্বীকার করলো।