প্রচন্ড ঢেউ ও তীব্র ¯্রােতের কারণে মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ এম,ভি আইসগাতি’র (এম নং ১১৯৮৬) উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। মংলা বন্দর চ্যানেলের হিরণ পয়েন্টে থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার ১২ নম্বর বয়া সংলগ্ন এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের মালিক গত ৫ দিনেও ঘটনাস্থলে যেতে পারেননি। কার্গোটি উদ্ধারে আধুনিক স্যালভেজ’র সন্ধানে বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য ছুটে বেড়োচ্ছেন জাহাজ মালিক কর্তৃপক্ষ।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক মেসার্স কাজী আমজাদ হোসেন এন্ড সন্স কোম্পানীর সত্ত্বাধিকারী কাজী ফারুক বলেন, দ্রুত কার্গোটি উদ্ধার ও কয়লা অপসারণের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। বিভিন্ন জায়গার যোগাযোগ করে এখনও কোন স্যালভেজ পাওয়া যায়নি। খুলনা বিভাগীয় নৌ পরিবহণ মালিক গ্র“পের মহা সচিব এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম বলেন, সাগরের যে স্থানে কার্গোটি ডুবেছে সেটা দুর্গম পথ। যে কেউ ইচ্ছা করলেই সেখানে আসা-যাওয়া করতে পারবে না। এখন কার্গোটির মালিক ডুবন্ত নৌযানকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের দুর্ঘটনাস্থল দুর্গম ও সমুদ্র মোহনায় হওয়ায় পানির প্রবল ঢেউ ও তীব্র স্রোতের কারণে কোন সাধারণ নৌযান সেখানে যেতে পারছে না। এছাড়া ডুবন্ত কার্গোটি উদ্ধার করার জন্য মংলা বন্দরসহ এ অঞ্চলে তেমন কোন উদ্ধারকারী জাহাজ নেই।