গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের গলিত লাশ উদ্ধারের ঘটনায় নিহতের দ্বিতীয় স্বামী ইউনিয়ন যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম ওরফে মাসুম আকন্দকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের প্রথম পক্ষের মেয়ে তানজিনা আক্তার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাসুমসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুম কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন যুবলীগ সভাপতি।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, নিখোঁজের প্রায় দু’মাস পর বুধবার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাসিমা আক্তারের পঁচা-গলিত লাশ স্থানীয় রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের কূয়া হতে লেপ দিয়ে পেঁচানো হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের মেয়ে তানজিনা আক্তার বাদী হয়ে বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী নিহতের দ্বিতীয় স্বামী সফিকুল ইসলাম ওরফে মাসুম আকন্দকে গ্রেফতার করে। শুক্রবার তাকে গাজীপুরের আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের সোবাহানের পালিত কন্যা নাসিমার সঙ্গে বেশ কয়েক বছর আগে প্রতিবেশী দুলাল মিয়ার বিয়ে হয়। ২০১১ সালের ইউপি নির্বাচনে নাসিমা নাগরী ইউনিয়নের সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে নির্বাচিত হয়। স্বামী দুলালের ব্যবসায়িক পার্টনার স্থানীয় রাথুরা গ্রামের তোরাব আলীর ছেলে সফিকুল ইসলাম ওরফে মাসুম আকন্দের সঙ্গে ইউপি সদস্য দু’সন্তানের জননী নাসিমার (৩৬) পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মাসুম ও নাসিমার মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাসুম প্রায় দু’বছর আগে নাসিমাকে বিয়ে করে। গত ৮নবেম্বর রাতে মাসুমের বাড়িতে পিঠা উৎসবের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা সাবেক ইউপি সদস্য নাসিমা নিখোঁজ হয়। এঘটনায় কালীগঞ্জ থানা সাধারণ ডায়েরী করা হয়। নিখোঁজের প্রায় দু’মাস পর বুধবার দুপুরে স্থানীয় এক মহিলা শুকনো পাতা কুড়াতে গিয়ে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের কূয়ার ভেতরে লেপ দিয়ে পেঁচানো পঁচা-গলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঢাকনা সরিয়ে ওই কূয়া থেকে নাসিমার গলিত ও বিকৃত লাশ উদ্ধার করে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।