ফিলিপিন্সের কাছে সেলেবেস সমুদ্রের তলদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে জোলো দ্বীপের কাছে এই ভূমিকম্প হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।শক্তিশালী এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দ্বীপটি থেকে ২১৩ কিলোমিটার দূরে, সমুদ্র তলদেশের ৬১৭ কিলোমিটার গভীরে।ফিলিপিন্সের ইন্সটিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় পত্রিকাগুলো জানিয়েছে, এ ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আসেনি।রিখটার স্কেলে ৪ থেকে ৪ দশমিক ৯৯ মাত্রাকে মৃদু ভূম্পিকম্প হিসেবে ধরা হয়। এছাড়া ৫ থেকে ৫ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’, ৬ থেকে ৬ দশমিক ৯৯ মাত্রাকে ‘শক্তিশালী’, ৭ থেকে ৭ দশমিক ৯৯ মাত্রাকে ‘ভয়াবহ’ এবং মাত্রা ৮ এর বেশি হলে ‘অত্যন্ত ভয়াবহ’ ভূমিকম্প বিবেচনা করা হয়।এই হিসাবে সেলেবেস সমুদ্রের তলদেশের এই ভূমিকম্প ছিল ভয়াবহ মাত্রার।