দেড় যুগেরও অধিক সময় ধরে বন্ধ থাকা লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দরটি পূনরায় চালুর দাবীতে শুক্রবার বিকালে মহেন্দ্রনগর বাজারের নূরল-দীন মুক্ত মঞ্চের সামনে দুই ঘন্টাব্যাপি মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে মোগলহাট আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন কমিটির ডাকে এ মানব বন্ধন কর্মসূচীতে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের নাগরিকসহ সর্বস্তরের জনগন অংশ নেয়। কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো:আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কমিটির যুগ্ন আহবায়ক এ্যাড.মো: তৈয়ব আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, এক কালে লালমনিরহাট সহ দেশের ব্যবসা বানিজ্যে মোগলহাট স্থলবন্দরের সাথে ভারতের সাতটি অঙ্গরাজ্যের ব্যাপক বানিজ্য ছিল। কাঠ ,কয়লা, পাথর, সার ইত্যাদি পণ্য আনা হতো। কিন্তু নদী ভাঙ্গনের ফলে উভয়ের দেশের মধ্যে সংযোগ স্থাপন কারী ধরলা নদীর ওপর নির্মিত গীতালদহ সেতুটির একটি অংশ ভেঙ্গে যায়। পরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থল বন্দরটি বন্ধ হয়ে যায়।
তবে বিভিন্ন উপায়ে পাসপোর্ট ধারী যাত্রীরা যাতায়াত করলেও ১৯৯১ সালে মোগলহাট থেকে লালমনিরহাট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে যাত্রী পারাপারও বন্ধ হয়ে যায়।
এদিকে ভারতের গীতালদহ ও বাংলাদেশের মোগলহাট স্থলবন্দরটি পূনরায় চালুর জন্য ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা সরকারের কাছে প্রস্তাব পেশ করে। যা বিবেচনাধীন রয়েছে।
এদিকে এ বন্দরটি পূনরায় চালু হলে লালমনিরহাট সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। জেলার মানুষের ব্যাপক কর্মসংস্থান সহ আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
মানব বন্ধনে অংশগ্রহনকারী নের্তৃবৃন্দ অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দরটি চালুর জন্য সরকারের কাছে জোড় দাবী জানিয়েছেন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি