চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পূর্ব শত্রুতার জেরে প্রধান শিক্ষক কে মারপিট করেছে প্রতিপক্ষ । সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে গত বছর উপজেলার মুর্শিদা গ্রামের এনামুলের ছেলে তরিকুল ইসলামের আম পাড়া নিয়ে একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে সাদিকুল ইসলামের সাথে মারপিট হয়। সেই শত্রুতার জেরে উপজেলার পীরপুর সাহানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম (৩৭) কে প্রতিপক্ষরা মারপিট করে গুরুতর জখম করে বলে জানা যায়। নাচোল থানায় দ্বায়েরকৃত অভিযোগে জানা যায়, আমি মোঃ নজরুল ইসলাম(৩৭) ,পিতা মৃতঃ- আব্দুল বিশ্বাস ,সাং- মুর্শিদা ,থানা- নাচোল ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ। এই মর্মে অভিযোগ করিতেছি যে, অদ্য ইং ০৩/০১/২০১৭ তাং সকাল সাড়ে ছয়টার সময় পূর্বশত্রুতার জের হিসাবে কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদী (১) জালাল উদ্দীন(৬০) পিতা- মৃতঃ তোফাজুল হোসেন (২) রেজাউল ইসলাম (৩৫) পিতা-মৃত- এনামুল হক (৩) রুবেল (৩২) পিতা –জালাল উদ্দিন(৪) শরিফুল (২৫) পিতা মৃত- এনামুল হক সর্ব সাং –সমাশপুর (মৃুর্শিদা) থানা- নাচোল ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ গন ১ নং বিবাদীর হুকুমে অন্যান্য বিবাদীগন আমার ভাতিজা সাদিকুল ইসলাম কে এলোপাথাড়ী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম করে। ঐ সময় তার স্ত্রী রহিমা বেগম আগাইতে গেলে তাকেও এলোপাথাড়ী ভাবে মারপিট করে শরীরের বুকে জখম করে। এক পর্যায়ে ২নং বিবাদী সাদিকুল ইসলামের স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়। অভিযোগে আরো জানা যায় ,বিবাদী ১ নং আমার ভাতিজা পকেটে থাকা নগদ ৬০,০০০/=টাকা এবং তার স্ত্রীর গলায় থাকা ১ ভরি স্বর্নের নেহীন ৩নং বিবাদী জোরপূর্বক ভাবে ছিনিয়ে নেয় বলে জানা যায় । বর্তমানে সাদিকুল ইসলাম কে নাচোল স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।।

এ বিষয়ে প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে প্রতিপক্ষ মারপিট করে গুরুতর জখম ও আমার পরিবারের লোকজন কে মারপিট করে স্বর্ন ও মোটা অংকের টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানান। এ বিষয়ে প্রতিপক্ষ জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কিছু বলতে নারাজ বলে জানান।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান,উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছেন । তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

মোঃ- নাসিম আলী, নাচোল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি