ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি স্টারের রেজাউল করিম। আর সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের পান্থ রহমান।বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিকাবের বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এবার ডিকাবের সভাপতি ও সহ-সভাপতি পদ ছাড়া নির্বাহী কমিটির বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২০১৭ সালের জন্য ডিকাবের নির্বাচিত নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক সংবাদের সালাম জুবায়ের, যুগ্ম সম্পাদক পদে যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান মিশু, কোষাধ্যক্ষ পদে বিডিনিউজের নুরুল ইসলাম হাসিব ও দফতর সম্পাদক পদে বাংলানিউজের জেসমিন পাপড়ি নির্বাচিত হয়েছেন।নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- দৈনিক যুগান্তরের মাসুদ করিম, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের আঙ্গুর নাহার মন্টি, বাসস’র আমিনুল ইসলাম মির্জা, এটিএন বাংলার সানাউল হক ও দৈনিক জনকণ্ঠের তৌহিদুর রহমান।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির সভাপতি আঙ্গুর নাহার মন্টির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০১৬ সালের সাধারণ সম্পাদক পান্থ রহমান ও কোষাধ্যক্ষ একেএম মঈনউদ্দিন বার্ষিক প্রতিবেদন পেশ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক এম শফিকুল করিম। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ডেইলি অবজারভারের সিনিয়র সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ।