মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ৩নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আজাদ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মযমনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেন।আদালত সূত্র জানায়, ১৯৭৪ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে হত্যা করা হয়।

চলতি বছরের ৪ মার্চ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে লোকমান হাকিম। এ মামলায় জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।