বিমান মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বাদী হয়ে যেকোনো সময় বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করবেন।মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিমান পরিচালনা পর্ষদ সদস্য ব্যারিস্টার তানজিব উল আলম, মন্ত্রণালয়ের সচিব এসএস গোলাম ফারুক, বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ ও বিমান মন্ত্রণালয়ের আইন শাখার শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে মামলাটি চূড়ান্ত করা হয়।মামলায় বিমানের বহিষ্কৃত নয় কর্মকর্তা, পাইলটসহ ফ্লাইট অপারেশন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীদের অজ্ঞাত আসামি করা হতে পারে।এ বিষয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মামলার খসড়া চূড়ান্ত করা হয়েছে। বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তানজিব উল আলমের নেতৃত্বে খসড়া চূড়ান্ত করা হয়। যেকোনো সময় মামলা দায়ের হতে পারে।

মামলায় কতজন আসামি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত রিপোর্টে আসা বহিষ্কৃত নয় কর্মকর্তা ছাড়াও অনেক আসামি হতে পারে।এর আগে ফ্লাইটে ত্র“টির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।বৈঠকে ফ্লাইটে ত্রুটির বিষয়ে তিনটি তদন্ত কমিটির জমা পড়া প্রতিবেদনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রাশেদ খান মেনন।
এদিকে, বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা শেষে বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’য় এ সভা শুরু হয়।বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী চৌধুরীর নেতৃত্বে এ সভা শুরু হয়েছে।বিমান পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, সভায় বাৎসরিক আয়-ব্যায়ের অনুমোদন দেয়া হবে। এছাড়া সভা শেষে বিমানের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে।এর পর নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য সার সংক্ষেপ বিমান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বর্তমান পরিচালনা পর্ষদ আরো এক বছরের জন্য বহাল রাখা হতে পারে।