রাজধানীর মোহাম্মাদপুর টাউন হল এলাকায় সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলকারী তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত টাউন হলের দক্ষিণ দিকের করিডোরে অবস্থিত প্রায় তিন হাজার ৫০০ ফুট এলাকায় অবস্থিত ১০০টিরও অধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করে। ফলে মার্কেটের করিডোর জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয়। অভিযানকালে পার্শ্ববর্তী জান্নাত হোটেলের উভয় পাশের অবৈধ সীমানাপ্রাচীর এবং বিলবোর্ড ভেঙে দেয়া হয়। নিরাপত্তার স্বার্থে হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

এসময় টাউন হলের দ্বিতীয় তলার তিনটি অবৈধ গোডাউনও বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর অধীনে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে তিনটি হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।