গাজীপুরে কালীগঞ্জের চার জয়িতাকে রবিবার সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার শ্রেষ্ঠ ওই চার জয়িতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সম্মননা প্রাপ্ত জয়িতারা হলেন পিয়ারা বেগম, হারিছা বেগম, নাজমা বেগম ও সাজেদা রহমান শিল্পী।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্থানীয় শহীদ ময়েজউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক শাহ নওয়াজ দিলরুবা খান, উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার আমির হোসেন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী হিরা, সমবায় অফিসার নাছিমা শাহীন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগম প্রমুখ। এসময় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি জয়িতাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এ সময় জয়িতারা উপস্থিতগণের সঙ্গে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।