অস্ট্রেলিয়ার উদ্দেশে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে উড়াল দেবে ১১ সদস্যের দল। বাকিরা শনিবার বিকালের ফ্লাইটে যাবেন সিডনিতে।
সিডনিতে ৮ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মুশফিক-সাকিবরা। এরপর সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। তার আগে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে খেলোয়াড়রা। আসলে বিপিএলের ফাইনালের কারণেই একসঙ্গে যাওয়া হচ্ছে না ২২ সদস্যের স্কোয়াডের।
মুশফিকের নেতৃত্বে যারা যাচ্ছেন তারা হলেন-মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিষ রায়, রুবেল হোসেন ও এবাদত হোসেন।
মূলত ঢাকা-রাজশাহীর হয়ে খেলা ক্রিকেটাররা, যারা ২২ সদস্যের দলে আছেন, তারাই যাবেন শনিবার রাতের ফ্লাইটে। যদিও চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই অধিনায়ক যথাক্রমে তামিম ইকবাল ও মাশরাফি বিন মতুর্জা বিশ্রাম পেলেও তারা শনিবার রাতের ফ্লাইটেই উঠবেন। তাদের সঙ্গে যোগ হবেন মুস্তাফিজুর রহমান।
এছাড়া রাজশাহী কিংসের হয়ে খেলা মমিনুল হক, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ; ঢাকার হয়ে খেলা সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তানভীর হায়দার যাবেন শনিবার রাতের ফ্লাইটে। ক্যাম্প শেষে সিডনিতে একটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ।