আগামী বছরের মে মাস থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৮০ শতাংশ সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ এবং অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিআরটিএ ১৬ লাখ ডিজিটাল নম্বর প্লেট তৈরি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ১৩ লাখ বিতরণ করা হয়েছে। মোট ২৭ লাখ গাড়ির মধ্যে ১১ লাখ বাকি রয়েছে। বাকিগুলোর বিষয়ে সময়সীমা নির্ধারণ করে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।