গাজীপুরে তিন মাস পর কবর থেকে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। তার নাম সোহাগ (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওসমান গনির ছেলে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার এসআই আবু জাফর মোল্লা জানান, চলতি বছর ২৯ আগস্ট ভাওয়াল মির্জাপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে ধারণা করে পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন করে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে সড়ক দুর্ঘটনায় সোহাগ মারা যায়নি। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে পিটিয়ে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের পিতা মুক্তিযোদ্ধা ওসমান গণি গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে জয়দেবপুর থানা মামলাটি রেকর্ড করেন। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য আদালত পুলিশকে নির্দেশ প্রদান করেন। ওই আদেশ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন শিবলীর উপস্থিতিতে বৃহস্পতিবার কবর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

File Image