img_9309

লামা গজালিয়া লুলাইং নয়া পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ ¤্রাে আদিবাসী পরিবারের মাঝে উপজেলা ত্রাণ শাখা ও জেলা পরিষদ যৌথ উদ্যোগে ঢেউ টিন, নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১টার দিকে লামা উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার খিং ওয়ান নু ও বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ¤্রাে ৪ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১ বান্ডিল করে ঢেউ টিন ও নগদ অর্থ ৩ হাজার করে মোট ১২ টাকা বিতরণ করেন।

উপজেলা পরিষদের ত্রাণ বিতরণের পর বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকেই প্রতি পরিবারকে ২ কেজি চালের মূল্যেই ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৪টি শীত বস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক কামরুল জামান, ৩০২নং লুলাই মৌজার হেডম্যান চিং পাস ¤্রােসহ প্রমূখ।

উল্লেখ্য গত ০২ ডিসেম্বর শুক্রবার দুপুর ১১টা দিকে লামা উপজেলা গজালিয়া ইউনিয়নে লুলাইং নয়া পাড়ায় আগুন লেগে ৪ ¤্রাে পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

উথোয়াই মারমা জয়,লামা, (বান্দরবান) প্রতিনিধি