রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি। তিনি বলেন, ‘আমার অথবা রাষ্ট্রপতির জন্য নতুন বিমান কেনার কোন প্রয়োজন নাই… আমি এটা চাই না। আমি মনে করি, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি।’ আজ বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হাঙ্গেরি সফরে যাওয়ার পথে গত ২৭ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের রাজধানী আসখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘন্টা যাত্রা বিরতি করতে হয়। ওই ঘটনার পর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার কথা বিবেচনা করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যে প্লেনে আমার দেশের সাধারণ মানুষ যাচ্ছে সেখানে যদি নিরাপত্তাবোধ না থাকে তাহলে আমার আলাদা প্লেন নিয়ে কি লাভ’। শেখ হাসিনা বলেন, তিনি মানুষের সাথে চলেন এবং তাদের জন্যই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, ‘আমিতো মানুষের সাথে চলি তাদের জন্যই রাজনীতি করি…।’