যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অকল্যান্ডের একটি গুদামে ভয়াবহ অগ্নিকা-ে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনায় ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে। অকল্যান্ডের দমকল বিভাগের প্রধান টেরেসা ডেলোচে-রিড বলেন, ওই সময়ে সেখানে ৫০ থেকে ১শ’ ব্যক্তি উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় (গ্রিনিচ মান সময় শনিবার ৭টা ৩০) অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ইলেক্ট্রোনিক গ্রুপ গোল্ডেন ডোনা আয়োজিত এক কনসার্ট চলাকালে দুর্ঘটনাটি ঘটে। কনসার্টের পাশাপাশি সেখানে আরো ছয়টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একদিন আগে ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানগুলোর কথা ঘোষণা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দমকল বিভাগের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে আগুনে ভবনের ছাদ পুড়ছে। ডেলোচে রিড বলেন, ভবনটিতে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটানোর মেশিন ছিল না এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কোন অ্যালার্ম শুনতে পায়নি। এই নারী কর্মকর্তা আরো জানান, গুদামটি বিভিন্ন ধরনের আসবাবপত্র, ডামি ও অন্যান্য জিনিষপত্রে ঠাসা। এগুলোর কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, তৃতীয় তলার একমাত্র বহির্গমন পথটি কাঠ দিয়ে তৈরি।