%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%96%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%a8চীনের দুটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৫৯ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইনার মঙ্গোলিয়ার উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে শনিবার বিস্ফোরণে ৩২ জন নিহত হয়।  চিফেং নগরীর ওই খনিতে গ্যাস বিস্ফোরণের সময় সেখানে মাটির নিচে মোট ১শ’ ৮১ শ্রমিক কাজ করছিলো। এই ঘটনায় ১৪৯ জন খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

সিনহুয়া জানায়, আরেকটি ঘটনায়, মঙ্গলবার রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে নগরীতে বেসরকারি মালিকানাধীন একটি খনিতে বিস্ফোরণ ঘটে। এতে ২২ জন আটকা পড়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার রাতে ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। দেশটির কয়লা খনিতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।