20161201_121007এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু আর নয় একটিও।“আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি” এ শ্লোগানকে সামনে রেখে লামা বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০টার উপজেলা চত্বর থেকে উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী লামা বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এরপর উপজেলা স্বাস্থ্য পরির্দশক সমিরন বড়–য়া সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহারাবান তহুরা বানু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এনজিও একতা প্রতিনিধি আবুল কালাম, সূর্য হাসি ক্লিনিক প্রতিনিধি মোঃ ইসমাইল, বাপসা প্রতিনিধি মোশারফা বেগম, ব্রাক প্রতিনিধি মোঃ জসিমসহ প্রমুখ।

সভায় বক্তারা এইডস প্রতিরোধে গণসচেতনাসহ এ সংক্রমক ব্যাধির বিষয়টি নিয়ে ব্যাপক ও বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে অনুষ্ঠানের যৌথ সহযোগিতায় ছিলেন বেসরকারি সংগঠন একতা, ব্রাক, বাপসা, কারিতাস, সূর্যের হাসি ক্লিনিক ও পিএইচডি।

উথোয়াই মারমা জয়, লামা, (বান্দরবান) প্রতিনিধি