%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে টহল তুলে দিয়ে বহুস্তরের অত্যাধুনিক কঠোর পাহারার ব্যবস্থা করতে যাচ্ছে। লেজার তার, রাডার, স্যাটেলাইট ও গোপন ক্যামেরার সমন্বয়ে গঠিত এই বিশেষ পাহারাকে বলা হচ্ছে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (সিআইবিএমএস)।

ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, আগামী বছরের শেষার্ধের মধ্যে বাংলাদেশে এবং পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্তে ভারত বহুস্তরের স্মার্টতারের বেড়া নির্মাণ করবে।ভারতীয় সীমান্তরক্ষী সংস্থা-বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে সিআইবিএমএস ব্যবস্থা চালু করতে কাজ করছে বিএসএফ।তিনি জানান, এ দুই সীমান্ত থেকে নিয়মিত টহল ব্যবস্থা তুলে দিয়ে দ্রুত সাড়া দিতে পারে এমন টিম মোতায়েন করা হবে। ফলে নজরদারি রাডারে কারও অনুপ্রবেশের বিষয় ধরা পড়লে সঙ্গে সঙ্গেই ওই টিম সাড়া দেবে।শর্মা বলেন, আমরা এখন সীমান্ত বেড়া আধুনিকায়ন করছি। বর্তমানে ২০টি বড় কোম্পানি বেড়াগুলোকে সিআইবিএমসে রূপান্তরে কাজ করছে।আগামী বছরের শেষার্ধের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান তিনি।বিএসএফ মহাপরিচালক বলেন, ইতোমধ্যে পাকিস্তান সীমান্তে কয়েকটি পাইলট প্রকল্পের কাজ চলছে। এরমধ্যে জম্মুতে দুটি এবং পাঞ্জাব ও গুজরাট সীমান্তে একটি করে প্রকল্প রয়েছে।তিনি বলেন, বিএসএফের লক্ষ্য হচ্ছে প্রায় আড়াই লাখ সদস্য বিশিষ্ট ভারতের সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনীটি আধুনিকায়ন করা। এরফলে যতদূর সম্ভব মানবিক ভুলত্র“টি ও অসঙ্গতি কমে আসবে।