
ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া এলএমআই ২৯৩৩ ফ্লাইটটির ৬ আরোহীকে জীবিত উদ্ধারের কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৩ জন খেলোয়াড়। বাকিদের মধ্যে ২ জন ক্রু ও একজন সাংবাদিক। রোববার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে লামিয়া বলিভিয়া নামে প্লেনটি কলম্বিয়ার মেডেলিনের কাছে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ব্রাজিলের প্রাদেশিক চ্যাপেকোয়েন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ ৮১ আরোহী ছিলেন। যার মধ্যে ৯ জন ক্রু।

দুর্ঘটনার পর প্রাথমিক ১০ জন উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে তা ৬ জনের কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলে কেউ জ্বালানি ফুরিয়ে যাওয়াকে উল্লেখ করেছেন। কেউবা বলছেন বৈদ্যুতিক সমস্যা। তবে প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত সঠিক কারণ জানা সম্ভব নয়।