%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%beরাজধানীর উত্তর সিটির মেয়রের উপস্থিতিতে শ্যামলীর শিশু মেলা পুনরুদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। শনিবার সকালে উত্তর সিটির মেয়রের নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল শিশু মেলা উদ্ধার করে। শ্যামলীর শিশু পার্কের এক দশমিক চার শূন্য একর ভূমিতে শিশু পার্ক হিসেবে পরিচালনার জন্য গণপূর্ত মন্ত্রণালয় সিটি করপোরেশনের নিকট ১৯৮৫ সালে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে শিশু পার্কের নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করার জন্য ২০০২ সালে ফেব্রুয়ারির ১৯ তারিখ মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের সাথে তিন বছরের জন্য ১৪৫৭৫৬ টাকা ইজারামূল্যে চুক্তি হয়। চুক্তির এক বছরের মধ্য চুক্তিপত্র বাতিল করা সত্বেও ইজারা সংস্থাটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিলো। সিটি করপোরেশনে কোনো টাকা এপর্যন্ত পরিশোধ করেনি। সে কারণে শিশুমেলা দখল করে মেইন গেটে সিলিগালা করে দিয়েছে উত্তর সিটি করপোরেশন।