%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87

কিউবার মহান বিপ্লবী নেতা ও দেশটির সাবেক রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো মারা গেছেন। ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করলেন তিনি।দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে। তবে এর বেশি কোনো তথ্য এখনো জানানো হয়নি। ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৫৯ সালে কিউবায় সফল বিপ্লবের পর থেকে ফিদেল ক্যাস্ট্রো একদলীয় রাষ্ট্র হিসেবে প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবা শাসন করেন। ২০০৮ সালে অবশেষে ভাই রাউল ক্যাস্ট্রোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি অবসর গ্রহণ করেন। ক্যাস্ট্রোর সমর্থকরা সবসময়ই তাকে এমন একজন মানুষ হিসেবে তুলে ধরে এসেছেন যিনি কিউবাকে তার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন। তবে ক্যাস্ট্রোর সমর্থকরা সবসময়ই তার বিরুদ্ধে বর্বরভাবে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ করে এসেছেন।