%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে ৭০টি মামলায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে বুধবার দুপুরে তারা মাহমুদুরকে মুক্তি দেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগরেই ছিলেন। গত সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র ছাড়াও বিভিন্ন আইনে প্রায় ৭০টি মামলা হয় বিগত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করা মাহমুদুরের বিরুদ্ধে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এজেএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজের একাংশের মহাসচিব রুহুল আমিন গাজী, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কারা ফটকে ফুল দিয়ে মাহমুদুরকে স্বাগত জানান।