%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%a8

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমে কোন কাজগুলো করবেন তার একটা ধারণা দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানেই এই ঘোষণা দেন তিনি।

টিপিপি ২০১৫ সালে করা একটি চুক্তি, যে দেশগুলো মিলে বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ গঠিত। চুক্তিটিতে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং মেক্সিকোসহ ১২টি দেশ সই করেছে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন বা কার্যকর হয়নি।

চুক্তিটির লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক বন্ধন দৃঢ় করা এবং প্রবৃদ্ধি বাড়ানো। তবে এর বিরোধীদের দাবি, চুক্তিটির সব আলোচনা গোপনে হয়েছে এবং এটি অনুমোদন হলে সুবিধা পাবে শুধু বড় কর্পোরেশনগুলো। ভিডিও বার্তায় ট্রাম্প কয়লা উৎপাদন খাতে ‘চাকরিচ্যুতি বিষয়ক নিষেধাজ্ঞা’ কমিয়ে আনার কথাও বলেছেন। পাশাপাশি ভিসার অপব্যবহার কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে বর্তমান প্রেসিডেন্টের প্রণীত স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’ বাতিল বা মেক্সিকোর দক্ষিণ সীমান্তে প্রাচীর তৈরির ব্যাপারে একটি কথাও বলেননি ডোনাল্ড ট্রাম্প। অথচ জয়ের আগে তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয় ছিল এই দু’টো। তখন ট্রাম্প বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর সবার আগে এ দু’টি বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।