picsart_11-20-11-37-17

বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ তারুণ্য শক্তির জয়গানে ব্যর্থতা আর সফলতালাভের মিশ্র প্রতিক্রিয়ায় ক্রমেই উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গঠনের দিকে তরুণদের সম্পৃক্ত করার চেষ্টায় এগিয়ে এসেছে কতিপয় প্রতিষ্ঠান, উদ্যোক্তা সহিষ্ণুতা আর তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞানের বিস্তৃতিকে সম্প্রসারিত করতে গত ১৮ নভেম্বর সারা দিনব্যাপী রাজধানী ঢাকার পান্থপথস্থ ইউ টি সি ভবনে রিহেবিলিটেশন ফর হেল্পলেস হিউম্যান ফাউন্ডেশন (আর এইচ এইচ এফ) আয়োজন করে ‘স্মল এন্টারপ্রাইজ এন্ড এন্টাপ্রোনাসিপ ডিভোলাপমেন্ট- সিড ‘ শীর্ষক কর্মশালার ।

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রশিক্ষক জনাব, জিশু তরফদার ; তিনি প্রাথমিকভাবে সল্প পুঁজিতে পরিকল্পিত ব্যবসা পরিকল্পনার নিরিখে উদ্যোক্তাদের ব্যবসা আরম্ভ করার উপর জোড় দেন । উপস্থিত ৪৪ জন অংশগ্রহণকারীদের ৪ টি দলে বিভক্তকরে দলীয় আলোচনা এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের আলোকে প্রতিটি দল ৪ টি ব্যবসা পরিকল্পনা তৈরি করে সবার মাঝে উপস্থাপন করে ।

উক্ত কর্মশালায় স্ট্যাটেজিক পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল ‘ইয়ুথ ভয়েজ এন্ড গ্লোবাল ইভেন্টস- ওয়াই ভি এ জি ই’ ; উপস্থিত ছিলেন আর এইচ এইচ এফ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, শাহ্‌ মোবারক ; শাহরিয়ালজি ফ্যাসিলেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শাহ্‌রিয়ার রহমতউল্লাহ ; বিশিষ্ট ব্যবসায়ী রেজা ইলিয়াস এবং আর এইচ এইচ এফ এর ব্যান্ড এম্বাসেডর এবং ইয়ুথ ভয়েজ এন্ড গ্লোবার ইভেন্টস এর প্রতিষ্ঠাতা মো. এনামুল হাসান কাওছার ।

উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইসমাইল হোসেন প্রিন্স বলেন, ‘ আমরা তরুণরা বর্তমানে ক্যারিয়ার হিসেবে চাকুরীর পাশাপাশি কিংবা শুধু ব্যবসাকে প্রাধান্য দিচ্ছে অথচ, পর্যাপ্ত জ্ঞানের স্বল্পতা আর কার্যকরী দিকনির্দেশনার অভাবে আমরা তা পারছি না, নিঃসন্দেহে এই কর্মশালা এই ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রেখেছে ; এইরকম কর্মশালার আয়োজন আরও হওয়া প্রয়োজন যা আমাদের দেশের তরুণদের বেকারত্ব দূরীকরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনেকরি । “

উল্লেখ্য, উদ্যোক্তাদের ব্যবসা পরিকল্পনার আলোকে আর এইচ এইচ এফ শীঘ্রই পার্টনারশিপ শর্তে ঋণের ব্যবস্থা করবে, তাছাড়া উদ্যোক্তাদের নেতৃত্বগুণ বিকশিত করার লক্ষ্যে লিডারশিপ ট্রেনিং এর আয়োজন করবে বলে জানিয়েছেন আর এইচ এইচ এফ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, শাহ্‌ মোবারক ।

– নিজস্ব প্রতিনিধি (ছবি- আসিফ)