advocate-shakhayat-bnp-narayanganjনারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নয়পল্টপনে সংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে আগামী ২২ ডিসেম্বর। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন এবং দলীয়ভাবে এখানে এই প্রথমবারের মতো মেয়র পদে প্রার্থী দিচ্ছে রাজনৈতিক দলগুলো।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় আইনজীবীদের আন্দোলনে নেতৃত্বে ছিলেন আইনজীবী সমিতির তখনকার সভাপতি সাখাওয়াত হোসেন। সাত খুনের ঘটনায় দুটি মামলায় বাদী পক্ষের আইনজীবী তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৪ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে আগামী ২৬ ও ২৭ নভেম্বর। নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ ডিসেম্বর।