%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87

বাংলাদেশে অনুপ্রবেশের সময় মায়ানমারে নির্যাতিত নারী-শিশুসহ ১২৫ রোহিঙ্গাকে বাধা দিয়েছে কোস্টগার্ড।শুক্রবার রাত ১১টার দিকে নাফ নদীর সাবরাং এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা।এসময় কোস্টগার্ডের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে তারা। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১১টার দিকে নাফ নদীর সাবরাং এলাকা দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের কোস্টগার্ড সদস্যরা রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরে যেতে বাধ্য করেন।নাফিউর রহমান বলেন, প্রতিটি নৌকায় ১৭/১৮জন করে রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে নারী এবং শিশুও ছিল।তিনি জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।এদিকে বিভিন্ন সূত্র জানায়, নাফ নদীর মিয়ানমার জলসীমায় বেশ কয়েকটি নৌকায় অনেক লোকজনকে ভাসমান অবস্থায় দেখা গেছে।