%e0%a6%86%e0%a6%87%e0%a6%ad%e0%a7%80

নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি বলেছেন , তিনি দলের সকল নেতাকর্মীদের নিয়ে একসাথে কাজ করতে চান। তিনি বলেন আওয়ামী লীগ একটি বড় দল। এর মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু দল আমাকে মনোনয়ন প্রদান করেছে এবং আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। সুতরাং নেতা-কর্মীদের মধ্যে পাথর্ক্য থাকবে না এবং তারা সবাই দলের পক্ষে হয়ে কাজ করবেন বলে আমার বিশ্বাস। ডাঃ আইভি বলেন আমি মহানগর কমিটির সভাপতি আনোয়ার হোসেনের বাসায় গিয়ে তাকে আমার পক্ষে নির্বাচনে কাজ করার আহাবান করবো। পাশাপাশি সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য থাকলে তিনিও আমার পক্ষে কাজ করবেন। আমি তার কাছেও ভোট চাইতে যাবো।

আইভী তার রাজনৈতিক জীবনের অতীতের কথা স্মরণ করে বলেন, আমি গত ১২বছরে সিটি করপোরেশনে দলবাজির উর্ধে রেখে কাজ করেছি। দলের সাথে আমি ছিলাম এবং আছি। দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন প্রদান করায় কৃতঞ্জতা প্রকাশ করেন। পরে মেয়র আইভি মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং দলের অপর মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আনোয়ার হোসেনের বাসায় যান। তবে আনোয়ার হোসেনসহ তার পরিবারের কেউ এসময় বাসায় উপস্থিত ছিলেন না। এদিকে এলাকাবাসী ও নেতাকর্মীরা দলে দলে আইভির বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান।জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই বলেন, দল যেহেতু আইভীকে নৌকা প্রতীক দিয়েছে তাই আমরা দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের অভ্যন্তরে মতবিরোধ থাকতেই পারে। তবে এই নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না।

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেলেও এখন পর্যন্ত মেয়র নাম ঘোষনা না করায় কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ পর্যন্ত দলের জেলা কমিটির সভাপতি এডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি থেকে তিনবার নির্বাচিত সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামালের শোনা যাচ্ছে।এডভোকেট তৈমুর আলম খন্দকার তার বাসভবনে সাংবাদিকদের জানান, দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি নির্বাচন করতে প্রস্তত। তবে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না। তিনি বলেন, অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবারো করব এতে কোন সন্দেহ নেই। তবে আজ অখবা কালকের মধ্যে এ বিষয়ে দলের শীর্ষ পর্যায়ের বৈঠক হবে। সেখান থেকেই বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রার্থী নির্বাচন করা হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে, বেগম খালেদা জিয়া এই ঘোষণা দেয়ার পর থেকে আমরা কর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছি। ওয়ার্ড পর্যায়ে আমরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তিনি কাজ করবেন বলে ঘোষণা দেন।জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান মেয়র পদে নির্বাচন করার জোর প্রত্যাশা ব্যক্ত করে জানান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, বিএনপি এই নির্বাচনকে এসিড টেস্ট হিসেবে দেখছে। এই নির্বাচনের মাধ্যমে সরকারের মনোভাব বোঝা যাবে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে তার পূর্বের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, আমরা নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছি।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিনে আজও জেলা নির্বাচন অফিস ছিল ফাঁকা। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় এবং ব্যাংক বন্ধ থাকার কারণে মাত্র একজন সাধারণ কাউন্সিলর প্রার্থী ছাড়া আর কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বা জমা দিতে দেখা যায়নি। এই নিয়ে মেয়র পদে এখন পর্যন্ত মাত্র একজন, সাধারণ কাউন্সিলর পদে ৯৮জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গতকাল শুক্রবার ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১১৩জন প্রার্থী। শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের নতুন কাউন্সিলর প্রার্থী মো: শাহজালাল মনোনয়নপত্র সংগ্রহের পর জানান, বিজয়ী হলে তিনি সমাজের সেবামূলক কাজ করতে চান। তবে আর কোন প্রার্থীর আগমন না হলেও জেলা নির্বাচন অফিসে স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রিটার্ণিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, কোন প্রার্থী আসুক বা না আসুক ভোট পর্যন্ত নির্বাচন অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়া ছাড়াও সার্বক্ষণিক যে কোন ধরণের তথ্যসেবা পাবে। তবে আগামীকাল রবিবার সাধারণ কার্য দিবসে মনোনয়নপত্র সংগ্রহ করতে প্রার্থীদের ব্যাপক আগমন ঘটবে বলে তিনি আশাপ্রকাশ করেন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। নারী পুরুষ মিলিয়ে ৪ লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। এবার ১৬৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।