%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be

আজ ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে ভারতীয় স্বার্থে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা শহরব্যাপী গণসংযোগ সংগঠিত করার লক্ষ্যে মতিঝিল-শাহজাহানপুর-কমলাপুর অঞ্চলে প্রচারপত্রবিলি ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে এই প্রচারপত্রবিলি ও জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভুঁইয়া, মনির উদ্দীন পাপ্পু এবং ঢাকা মহানগরের নেতৃত্ব ও সদস্যবৃন্দ।

সুন্দরবন রক্ষায় সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশেষজ্ঞদের মতামত ও ইউনেস্কোর তাগিদ সত্ত্বেও রামপাল প্রকল্প চালিয়ে যাওয়ার বিষয়ে বর্তমান সরকার মরিয়া। এতই মরিয়া যে বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির এমডি ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য সুন্দরবন প্রকল্প এবং এদেশের জনগণকে নিয়ে আবোল তাবোল বললেও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। নেতৃবৃন্দ কোম্পানির এমডির বক্তব্য কোড করে বলেন, ‘আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি বলে কিছু নাই, সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতেই প্রকল্প করা হবে। তারা এটি নিয়ে এতদিন নাটক করেছেন।’ নেতৃবৃন্দ বলেন, এমডির কথা থেকে পরিষ্কার এই প্রকল্পে দূষণ রোধের যেসব ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সেগুলো ফাঁকিবাজি। উজ্জ্বল কান্তি বাংলাদেশের জনগণকে অবমাননা করছেন, সরকারকে মিথ্যাচারের দোষে দুষ্ট করছেন সরকারেরই প্রশ্রয়ে। এটা বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের বিরোধী হলেও সরকার তার বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয় নি।

বাংলাদেশের জনগণ বাংলাদেশের ফুসফুস, রক্ষাকবচ সুন্দরবনের জন্য ক্ষতিকর সমস্ত প্রকল্প যেমন রুখে দেবে, তেমনি রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের সার্বভৌম মর্যাদাও রক্ষা করবে-নেতৃবৃন্দ গণসংযোগে জনগণের নিকট এ আহ্বানই বারবার জানান ।
আগামী ২৬ নভেম্বর ২০১৬ এর মহাসমাবেশ সফলের উদ্দেশ্যে ওই তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে চলবে এই কর্মসূচি চলবে।

আগামীকাল বেলা ৩.৩০ টায় একইসাথে মিরপুর ১০ নং গোল চত্ত্বর থেকে পল্লবী হয়ে কালশী মোড়ে এবং কেরানীগঞ্জের জিঞ্জিরা ঘাট থেকে দক্ষিণ মান্দাইল পর্যন্ত প্রচারপত্র বিলি, পথসভা ও জনসংযোগ অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে দেশপ্রেমিক সকল মানুষকে এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।