Arrest-Doinikbartaজেলার আতিমারী উপজেলায় জেহাদী হোসেন নামে ৪ মাসের এক শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগে তারই মানসিক প্রতিবন্ধী মা ইনছেনা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার রাতে আদিতমারী থানায় নিহত শিশু জেহাদীর বাবা আবু হাসান বাদি হয়ে ইনছেনা বেগমের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ইনছেনা বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানায় পুলিশ।

নিহত শিশু জেহাদী হোসেন বড়াইবাড়ি কলতারপাড় গ্রামের আবু হাসান ও ইনছেনা বেগম দম্পত্তির একমাত্র ছেলে। পিতা আবু হাসান ঢাকায় রিক্সা চালাতেন। তিনি খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বাড়িতে আসেন। এ ব্যাপারে আদিতমারী থানার পরিদর্শক(ওসি-তদন্ত) ফিরজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জেহাদীকে হত্যা করে ডোবার কাঁদায় পুতে রাখার অভিযোগে তার মানসিক প্রতিবন্ধী মা ইনছেনা বেগমের বিরুদ্ধে শিশুটির বাবা আবু হাসান বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তাই ইনছেনা বেগমকে প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলেও এখন তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরো জানান, শিশু জেহাদীর মরদেহটির ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় এলাকার বাসিন্দা আবু হাসানের বাড়ির পাশের একটি ডোবার কাঁদায় তারই শিশু সন্তান জেহাদীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শিশুটির মানসিক প্রতিবন্ধী মা ইনছেনা বেগমই জেহাদীকে হত্যা করে ডোবার কাঁদায় পুতে রেখেছে বলে স্থানীয়রা অভিযোগ তুললে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি