বাংলাদেশের রিজার্ভের টাকা চুরি

চুরি যাওয়া রিজার্ভের ১ কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত দেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। উদ্ধার হওয়া এই অর্থ এখন ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকে জমা রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই টাকা এখন বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার এই খবর দিয়েছে ফিলিপিন্সের অনলাইন সংবাদমাধ্যম ক্যাসিনো।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর উদ্ধার হওয়া ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দেয় ফিলিপিন্সের আদালত।ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, বাংলাদেশের অর্থ বাংলাদেশকে ফেরত দেয়ার কাজ আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এটা দারুণ খবর যে, ১৫ মিলিয়ন ডলার ফেরতের কাজ আমরা সম্পন্ন করতে পারলাম। এখন বাকি অর্থ ফেরানোর জন্য কাজ করতে হবে।’

reserve

গত বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এর বেশিরভাগটাই শেষ পর্যন্ত গিয়েছিল ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশির ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি।