highcourt
স্বাধীনতা পদক, একুশে পদক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে অন্তর্ভুক্তি সুপারিশ করে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। ৬২ পৃষ্ঠার রায়ে ৮ টি সুপারিশসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা নির্ধারণ করে দেয়া হয়। যেখানে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এর মর্যাদা বাড়িয়ে সচিবের মর্যাদা দেয়া হয়েছে।

গত বছরের ১১ জানুয়ারি এ বিষয়ে সংক্ষিপ্ত রায় দেয় আপিল বিভাগ। সকালে এর রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এদিকে, বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।