গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাওয়ার পথে ফেরিতে পদ্মা পার হওয়ার মুন্সীগঞ্জে লৌহজংয়ে ডুবোচরে বেশ কিছুক্ষণ আটকা পড়ে ছিলেন মাহাবুব-উল আলম হানিফসহ আওয়ামী নেতারা।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রো রো ফেরি আটকে সোয়া দুই ঘণ্টা শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালিদ নেওয়াজ জানান।বলেন, বেলা পৌনে ১টা পর্যন্ত গোলাম মাওলা নামের ফেরিটি চ্যানেলের মুখে আটকা ছিল।পরে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর দুইটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে উদ্ধার করে।
আটকে পড়া ফেরিতে থাকা কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল মান্নান খান, হাছান মাহমুদ, আবদুর রহমান, অসীম কুমার উকিল প্রমুখওই ফেরিতে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম কবীর রব্বানী চিনু, আনোয়ার হোসেন ও মারুফা আক্তার পপিসহ দলের নতুন নেতৃত্বের অনেকে ছিলেন।
হানিফ জানান, তারা কিছুক্ষণের জন্য ডুবোচরে আটক পড়েছিলেন। পরে স্পিডবোটে করে নদী পার হয়ে টুঙ্গীপাড়ায় যান তারা।বিআইডব্লিউটিসির কর্মকর্তা খালিদ বলেন, চারটি বাস ও ১৯টি ছোট গাড়িতে ছিলেন আওয়ামী লীগ নেতারা।আটকে পড়া ওই ফেরিতে থাকা দুই আলোকচিত্রী ইয়াসিন কবির ও সাইফুল ইসলাম কল্লোল বলেন, তাঁরা বিকল্প উপায়ে নদী পার হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় অংশ নিতে টুঙ্গীপাড়ায় যাচ্ছিলেন তারা।দুপুরে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি নির্ধারিত ছিল। বেলা ২টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শেখ মুজিবুর রহমান স্মৃতি কমপ্লেক্সে যৌথ সভা অনুষ্ঠিত হয় ।এদিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে দুই ঘাটের পাড়ে প্রায় পাঁচ শতাধিক যান আটকা পড়ে।নৌ কর্মকর্তা খালিদ বলেন, এ সময় কোনো ফেরি ঢুকতে বা বেরোতে পারছিল না। মাঝ পদ্মায় আরও ছয়টি ফেরি আটকে ছিল।