Arrest-Doinikbartaবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি ভাংচুর ও পোড়ানোর অভিযোগে পাবনার চাটমোহর থানার মির্জাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ (৪৫) কে আটক করেছে পুলিশআটককৃত আব্দুল হামিদ উপজেলার গৌরিপুর গ্রামের দেরাজ উদ্দিনের ছেলে।শনিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একরামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বঙ্গবন্ধুর ছবি ও সজীব ওয়াজেদের ছবি ভাংচুরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। কেন কি কারনে ছবি ভাংচুর করেছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে,পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে আহত যুবক সজিব শেখ (২০) মারা গেছে। শুক্রবার রাত দশটার দিকে সংঘর্ষে আহত ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মারা যায় সজিব। মৃত সজিব উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রানু শেখের ছেলে।স্থানীয়রা জানায়, লস্করপুর নবনির্মিত রেলস্টেশন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নাজমুল ও রিফাত গ্র“পের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শুক্রবার রাতে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হৃদয়, রিফাত ও সজিব নামের ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সজিব। শনিবার দুপুরে সদর থানার (ওসি-তদন্ত) মুন্সি আবু কুদ্দুস জানান, জেনারেল হপাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত হচ্ছে। এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। সম্ভবতঃ লাশ দাফনের পর সন্ধায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হবে।