ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন। কট্টরপন্থী হাজার হাজার মুসলিমের অংশগ্রহণে জাকার্তায় একটি সমাবেশে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর তিনি এ সফর বাতিল করলেন।বিক্ষোভকারীরা জাকার্তার গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের প্রেক্ষাপটে পরিস্থিতি ঘোলাটে করার জন্য উইদোদো ‘রাজনৈতিক অভিনেতাদের’ দায়ী করেন।বিক্ষোভকারীরা বাসুকি তিজাহাজা পুর্নামার বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল-কোরআন অবমাননার অভিযোগ করে।জাকার্তায় ওই সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়।উইদোদো এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং দেশের জনগণকে রাজপথে শান্ত থাকার আহবান জানান।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ক্যানবেরা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া সফরটি স্থগিতের কথা জানায়।জাকার্তায় সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদনে গ্যাস ও জলকামান ব্যবহার করলে সেখানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভে প্রায় ৫০ হাজার লোক অংশ নেয়।এদিকে পুর্নামা এ ঘটনায় ক্ষমা চেয়েছেন। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে।