বৃষ্টি বাধায় বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে জোরালো শঙ্কাই জেগে বসেছিল। শেষ পর্যন্ত সেটিই হলো। শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের একটা সম্ভাবনা ছিল। তাতেই যুক্ত হয় বাড়তি উত্তেজনা। দর্শকরাও মাশরাফি-সাব্বিরদের খেলা উপভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে নিরাশই হতে হলো।অবশ্য, টস হয়েছে অনেক আগেই। রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু মিরপুরের আকাশে তখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এ কারণেই শের-ই-বাংলা স্টেডিয়ামে চার-ছক্কার ধুন্দুমার লড়াই শুরু হতে এতো বিলম্ব। দুপুর আড়াইটায় বল মাঠে গড়ানো কথা ছিল। এবার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে সবাই।সূচি অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৭টায় খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এ ম্যাচের ভাগ্যে কি আছে সেটিই এখন দেখার বিষয়!