03-11-16-pm-sheikh-hasina-at-bangabandhu-bhaban-3জেলহত্যা দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পর একই বছর ৩ নভেম্বর জেলখানায় প্রবেশ করে ঘাতকেরা হত্যা করে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতাকে।

সেই দিনটিকে স্মরণ করে সকালে, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং শহীদ পরিবারের সন্তান, মোহাম্মদ নাসিম বলেন, মৃত্যুকে বরণ করে নিলেও আদর্শ থেকে বিচ্যুত হননি জাতীয় চার নেতা।

তিনি আরো বলেন, ৭ নভেম্বর বিএনপির তথা কথিত বিপ্লব ও সংহতি দিবস পালন করতে চাইলে আওয়ামী লীগের প্রতিহত করার প্রয়োজন নাই। যা প্রয়োজন তা আইন-শৃংখলা বাহিনীই করবে। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এবং তাদের পরিবারের সদস্যরা।