gazipur-ture-pic-02-11-16

যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমনে উৎসাহিত করার লক্ষ্যে এক দম্পতি মোটর সাইকেলে দেশ ভ্রমণ করছেন। ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর আহমেদ চৌধুরী ও তার স্ত্রী দিপালী আহমেদ গত ৩০অক্টোবর মুন্সীগঞ্জ থেকে এ ভ্রমণ শুরু করেন। তারা বুধবার গাজীপুরে পৌঁছেন। সেখানে তারা প্রথমে গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের সঙ্গে পরে গাজীপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আলমগীর আহমেদ চৌধুরী জানান, যুবসমাজকে দেশের অভ্যন্তরে ভ্রমনে উৎসাহিত করার লক্ষ্যে তারা ওই ব্যাতিক্রমী সফর শুরু করেছেন। তাদের লক্ষ্য আগামি ১৯জানুয়ারির মধ্যে তারা দেশের ৬৪ জেলার ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখার কাজ শেষ করে ঢাকায় এসে পৌঁছাবেন। এ যাবত তারা গাজীপুরসহ চারটি জেলা ভ্রমনকাজ শেষ করেছেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ও রাসেল ইন্ডাষ্ট্রিজের টেকনিক্যাল সহায়তায় ওই সফর করছেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।